Poila Boisakh Celebrations at Dakshineswar
Dakshineswar Kali Photo Frame https://amzn.to/42sWPGm
Black Marble 9 Inch Gooddess Maa Kali https://amzn.to/4lAX6Qo দ
ক্ষিণেশ্বর কালী মন্দির — নামটা শুনলেই যেন এক পবিত্র অনুভূতি জাগে। কলকাতার কাছেই, হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি দেবী কালীর উদ্দেশ্যে তৈরি, আর হাজারো ভক্তের কাছে এটি এক অতি পরিচিত তীর্থস্থান। ১৮৫৫ সালে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে শুধু স্থাপত্যের জন্য নয়, মন্দিরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এখানেই সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস তাঁর আধ্যাত্মিক জীবন কাটিয়েছিলেন। তাঁর সঙ্গে যুক্ত থাকায় মন্দিরের মাহাত্ম্য যেন আরও বেড়ে গিয়েছে। মন্দির চত্বরটা খুবই সুন্দরভাবে পরিকল্পিত — মাঝখানে রয়েছে নয়টি চূড়াওয়ালা নব-রত্ন শৈলীর মূল মন্দির, আর চারপাশে ছড়িয়ে আছে নানা ঘর ও বারোটি ছোট ছোট শিব মন্দির। প্রতিটি স্থানে যেন আলাদা এক শান্তি ছড়িয়ে আছে। এই মন্দির গড়ার পেছনের গল্পটাও দারুণ। কাশী যাওয়ার পরিকল্পনায় ছিলেন রানী রাসমণি। ঠিক তার আগের রাতে স্বপ্নে দেবী কালী এসে তাঁকে জানান, কাশী নয়, গঙ্গার ধারে একটি মন্দির গড়তে হবে। এই আদেশ পেয়ে রানী দক্ষিণেশ্বর এলাকায় একটি জমি কেনেন। মজার ব্যাপার হলো, সেই জমির আকার নাকি কচ্ছপের পিঠের মতো — যা তান্ত্রিক মতে অত্যন্ত শুভ। পরে শ্রী রামকৃষ্ণ এই মন্দিরের পুরোহিত নিযুক্ত হন। স্ত্রী সারদা দেবীর সঙ্গেও তিনি এখানেই থাকতেন। স্বামী বিবেকানন্দ সহ তাঁর বহু শিষ্য, দর্শনার্থীরা নিয়মিত তাঁর সঙ্গে দেখা করতে আসতেন।
Your Query: ma kali, joy ma kali, dakshinewswar ma kali, dakshineswar kali temple all details, dakshineswar kali mondir information, all about dakshineswar kali mondir, dakshineswar mondir timing, dakshineswar ferry service, dakshineswar ferry timing, dakshineswar metro, dakshines railway station, dakshineswar kali temple, dakshineswar, dakshineswar temple, dakshineswar mandir, dakshineswar kali, dakshineswar kali mandir, dakshineswar kali maa, dakshineswar temple timings, dakshineswar kali temple, dakshineswar kali temple aarti, how to reach dakshineswar kali temple, dakshineswar kali temple near hotel, dakshineswar kali temple hd images, dakshineswar kali temple visiting time, dakshineswar kali temple hotel, dakshineswar kali idol, dakshineswar mandir, kolkata, west bengal, india,
————————————————————————————-
Website: https://happyviewers.com/ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি।
For Business Enquiries please email us on: aditi4m@gmail.com