Rathtala Jagannath Rath Yatra Preparation

Jagannath Rath Yatra 🌼 মহাপ্রভু জগন্নাথ মন্দির রথযাত্রার প্রস্তুতি #rathyatra #rath #jagannath

মহাপ্রভু জগন্নাথ রথ যাত্রা হিন্দু ধর্মের একটি বিখ্যাত উৎসব, যা প্রতি বছর রথতলা মহাপ্রভু জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। এই রথ যাত্রায় ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে বিশাল রথে বসিয়ে মন্দির থেকে নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ ভক্ত এই যাত্রায় অংশগ্রহণ করে এবং রথ টেনে নিয়ে যায়।

এটি অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে পালন করা হয় এবং হিন্দুদের অন্যতম বড়ো উৎসব। নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে। বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তেনমঃ।।

পার্বণ বা উৎসবে সমাজের সকল স্তরের মানুষ স্বাভাবিকভাবেই যুক্ত হয়, বিভেদ ভুলে মেতে ওঠে অনাবিল আনন্দে। এই উৎসব প্রধানত ঈশ্বর কেন্দ্রিক, তাই উৎসবের আনন্দধারার মধ্যে নিজের অজান্তেই মানুষ হয়ে ওঠে ধর্মপ্রাণ। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা করে, নয় দিনের মাথায় পূর্ণ যাত্রা (উল্টো রথ) করতে হয়। এই মহোৎসবে যারা শ্রদ্ধা ও আনন্দ সহকারে বিষ্ণুকে রথে বা গমন সময় দর্শন করেন, তাদের বিষ্ণুলোকে বাস হয়।

——————————————————————————————————————————————–

আগামী দিনগুলোতেও নতুন নতুন জয় জগন্নাথ রথযাত্রা, হরিনাম, রাধানাম সংকীর্তন উপহার দিতে এবং আপনাদের পাশে থাকতে সর্বোচ্চ প্রয়াস জারি রাখবো। তাই যতটা সম্ভব আপনারা ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

For Sponsorships, Advertising on our channel or other Business Enquiries, contact us on: adityamahanti14@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *